thereport24.com
ঢাকা, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১,  ১১ রবিউল আউয়াল 1446

কৃষিকে প্রাধান্য দিয়েই এগিয়ে যেতে  হবে: খাদ্যমন্ত্রী

২০২৩ জুন ০৭ ১৪:৫৬:২৮
কৃষিকে প্রাধান্য দিয়েই এগিয়ে যেতে  হবে: খাদ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: কৃষিকে প্রাধান্য দিয়েই এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (৭ জুন) দুপুরে নওগাঁর নিয়ামতপুরে বামইন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গেলে এক শ্রেণি আছে, যারা এসি রুমে বসে দাম বাড়ল বলে জিকির তোলে। অথচ ধানের দাম দুই টাকা বাড়লে, চালের দাম স্বাভাবিক নিয়মেই ৩ টাকা বাড়ে।

তিনি আরও বলেন, লোডশেডিং সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ ব্যবহারে সচেতন হতে হবে। এখন ঘরে ঘরে এসি ব্যবহার হচ্ছে। অযথা লাইট, ফ্যান যেন না চলে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে কৃষক কষ্ট করে ফসল ফলায়। বর্তমান সরকার কৃষক বান্ধব।

এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোর্শেদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর