thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ঢাকায় পা রেখেছে আফগানিস্তান ক্রিকেট দল

২০২৩ জুন ১০ ১৩:০১:৪০
ঢাকায় পা রেখেছে আফগানিস্তান ক্রিকেট দল

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশের বিপক্ষে আগামী ১৪ জুন থেকে অনুষ্ঠেয় একমাত্র টেস্ট খেলতে ঢাকায় পা রেখেছে আফগানিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। শনিবার (১০ জুন) বেলা ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় আফগান টেস্ট দলের প্রথম বহর।

এদিকে শনিবারই ঢাকায় পৌঁছাবে আফগানদের দ্বিতীয় বহর। বাংলাদেশ সময় বিকাল ৫টায় ঢাকায় পৌঁছাবে দ্বিতীয় বহরটি।

ঢাকায় পৌঁছানোর পর আগামী সোমবার (১২ জুন) মূল অনুশীলন শুরু করবে আফগানরা। যদিও এর আগের দিন (১১ জুন) ঐচ্ছিক অনুশীলনের সুযোগ থাকছে। তবে সফরের একমাত্র টেস্ট শুরুর আগের দুইদিন মিরপুর একাডেমি মাঠে পুরোদমে অনুশীলন করবে করিম জানাত-নাসির জামালরা। টেস্ট ম্যাচ শেষেই বাংলাদেশ ছাড়বে সফরকারীরা। তবে জুলাইয়ের শুরুতে আবারও ফিরবে তারা।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি আগামী ১৪ জুন থেকে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে মাঠে গড়াবে। এরপর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১ জুলাই দ্বিতীয় দফায় বাংলাদেশে আসবে আফগানরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৫, ৮ ও ১১ জুলাই হবে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ। দিবারাত্রি এ ম্যাচগুলো দুপুর ২টায় শুরু হবে। ওয়ানডে সিরিজ শেষে সিলেটের মাঠে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ ও ১৬ জুলাই ম্যাচ দুটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর