thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

‘জনগণ যখন সরকারকে ভয় পায় তা হয় ভয়ঙ্কর’

২০১৪ এপ্রিল ০১ ১৬:৩৭:৩৬
‘জনগণ যখন সরকারকে ভয় পায় তা হয় ভয়ঙ্কর’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা বলেছেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোয় যোগ্য লোক নিয়োগ দিতে হবে। এ সব প্রতিষ্ঠানে যোগ্য লোক নিয়োগ না দেওয়ায় আমরা নিরাশ হচ্ছি। আইন আছে, তবে প্রশ্নটা হচ্ছে আইন সঠিকভাবে কার্যকর করা হচ্ছে কি না? রাজনীতি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, তা ভাবা কঠিন। যখন সরকার জনগণকে ভয় পায়, তখন হয় গণতন্ত্র। আর জনগণ যখন সরকারকে ভয় পায় তখন তা হয় ভয়ঙ্কর।’

তিনি আরও বলেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছে জনগণের প্রত্যাশা অনেক। সাংবিধানিক প্রতিষ্ঠান যদি মেরুদণ্ড সোজা করে কাজ করতে না পারে তাহলে জনগণের মাঝে তা ভরসার স্থান করে নিতে পারবে না।’

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের কনফারেন্স রুমে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৪ উপলক্ষে ‘রাজনৈতিক ঐক্য ও জবাবদিহিমূলক প্রশাসন দুর্নীতি দমন ও প্রতিরোধে প্রধান নিয়ামক’ বিয়ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ সব কথা বলেন।

আবু হেনা বলেন, ‘দুদক কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। ২০০৪ সালে আইন দিয়ে তৈরি প্রতিষ্ঠান। অবশ্যই সাংবিধানিক প্রতিষ্ঠান আর আইন দিয়ে তৈরি প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য রয়েছে। পাবলিক সার্ভিস ও এমপিদের আগে প্রতি বছর সম্পদের হিসাব দাখিল করতে হতো। কিন্তু এখন তা করা হচ্ছে না। বর্তমানে এটা করা হলেও অনেকটা চেক হয়। সকলের মনে একটা ভয় থাকে।’

সভাপতির বক্তব্যে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, ‘দুদকের প্রতি জনসাধারণের হতাশায় আমরা হতাশ নই। এই হতাশা একদিনের নয়, বহুদিন ধরেই এ হতাশার সঞ্চয় হয়েছে। ১৯৮৭ সাল থেকে এ হতাশার সৃষ্টি। তখন ছিল দুর্নীতি দমন ব্যুরো। এখন তা কমিশনে পরিণত হলেও হাতাশা কাটেনি। সরকারের উদ্যোগে নয়, আমরা নিজেদের উদ্যোগেই হলফনামার সম্পদের হিসাব নেওয়া শুরু করেছি।

বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুলের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু ও ড. নাসিরউদ্দীন আহমেদ।

এ ছাড়া সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার আমীর উল ইসলাম, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম. হাফিজ উদ্দিন আহমেদ, দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি এ. কে. আজাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ইকরাম আহমেদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, নাট্যকার মামুনুর রশীদ, সংসদ সদস্য মমতাজ বেগম, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, দুদক সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এইচবিএস/একে/এপ্রিল ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর