thereport24.com
ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১,  ২৮ জমাদিউস সানি 1446

শেষ ম্যাচে মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ

২০২৩ সেপ্টেম্বর ১৩ ২০:৩৭:০৬
শেষ ম্যাচে মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক:চলমান এশিয়া কাপ থেকে ইতিমধ্যে ছিটকে গেছে বাংলাদেশ। সুপার ফোরের একটি ম্যাচ এখনো বাকি টাইগারদের। আগামী শুক্রবার ভারতের বিপক্ষে টুর্নামেন্টের শেষ ম্যাচে মাঠে নামবে তারা। রোহিত শর্মার দলের বিপক্ষে শেষ ম্যাচে মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ।

সুপার ফোরের শেষ ম্যাচ অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে খেলেই দেশে ফিরেছিলেন মুশফিক। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরেছিলেন তিনি। গত সোমবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সাবেক অধিনায়কের স্ত্রী জানাতুল কেফায়াত মন্ডি। মি ডিপেন্ডেবল নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ভক্ত-সমর্থকদের সুসংবাদ দিয়েছিলেন তিনি।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে ফের শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল মুশফিকের। তবে বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস আজ জানিয়েছেন, "মুশফিক আমাদের জানিয়েছেন তার স্ত্রী এখনো পুরোপুরি সুস্থ হন নি। এ সময়ে তার স্ত্রী এবং নবাগত সন্তানের পাশে থাকা প্রয়োজন।"

জালাল বলেন, "আমরা মুশফিকের বিষয়টি বুঝেছি এবং ভারতের বিপক্ষে ম্যাচটি থেকে ছুটি দিয়েছি।"

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর