thereport24.com
ঢাকা, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১,  ১৪ রবিউল আউয়াল 1446

বিএনপির নয়াপল্টনে, আ.লীগের  বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশ আজ

২০২৩ সেপ্টেম্বর ১৫ ১১:৪৭:৩৯
বিএনপির নয়াপল্টনে, আ.লীগের  বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশ আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক:পাল্টাপাল্টি দলীয় কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে প্রধান দুই রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। নয়াপল্টনে আজ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। অন্যদিকে সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউয়ে এদিন শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। প্রায় দেড় কিলোমিটার ব্যবধানে উভয় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজনৈতিক কর্মসূচি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ গতকাল এক সংবাদ বিবৃতিতে জানান, আজ বেলা ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অংশ নেবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

এদিকে এক দফা দাবিতে এবং বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আজ রাজধানীতে পৃথকভাবে সমাবেশ, গণসমাবেশ, প্রতিবাদ সভা ও আলোচনা সভা করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। বেলা ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দফা ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়াসহ রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতারা ও অঙ্গ-সংগঠনের নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন । সভাপতিত্ব করবেন মহানগরী দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।

এছাড়া এক দফা দাবিতে এবং বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীতে বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপির সমমনা রাজনৈতিক দলগুলো। এর মধ্যে বিকাল ৪টায় পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চ, বিজয়নগর পানির ট্যাংকের সামনে ১২ দলীয় জোট, পুরানা পল্টনের আলরাজী কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট, বেলা ৩টায় কারওয়ান বাজার এফডিসি-সংলগ্ন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি, বিকাল ৪টায় মতিঝিল নটর ডেম কলেজের উল্টো দিকে গণফোরাম ও পিপলস পার্টি, বেলা সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ (নুরুল হক নুর), বিকাল ৪টায় পল্টন মোড়ে গণঅধিকার পরিষদ (ড. রেজা কিবরিয়া), বিকাল ৪টায় মালিবাগ মোড়ে এনডিএম ও সকাল ১০টায় পল্টন মোড়ে গণতান্ত্রিক বাম ঐক্য সমাবেশ করবে। এছাড়া সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম ও বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা করবে লেবার পার্টি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর