thereport24.com
ঢাকা, সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১,  ৯ জমাদিউল আউয়াল 1446

বিমানে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী

২০২৩ সেপ্টেম্বর ১৮ ১৩:৩০:৪৪
বিমানে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে রবিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের উড়োজাহাজ- সোনার তরীর লন্ডন ও নিউইয়র্কগামী ফ্লাইটে রওনা দেন তিনি।

লন্ডনের পথে উড়াল দেওয়ার আগে বিমানটির ভেতর থাকা অন্য সাধারণ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। হেঁটে হেঁটে যাত্রীদের খোঁজখবর নেন তিনি। এছাড়া বিমানের ক্রুদের সঙ্গেও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ও এক শিশুকে আদর করে মাথায় হাত বুলিয়ে দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি রবিবার সকাল ১০টা ১২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। রাত ৯টা ৫ মিনিটে লন্ডন পৌঁছান তিনি।

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চার ঘণ্টা যাত্রা বিরতির পর ফ্লাইটটির ১৭ সেপ্টেম্বর (নিউইয়র্ক সময়) রাত ১০টা ৫০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর