thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

১৪৯টি সোনার বার উদ্ধার

৩ পুলিশসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ

২০১৪ এপ্রিল ০২ ১৫:০২:৪৬
৩ পুলিশসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৪৯টি সোনার বার উদ্ধারের ঘটনায় তিন পুলিশ সদস্যসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম শামসুল আরেফিন মঙ্গলবার দুপুরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- রামপুরা থানার এসআই মঞ্জুরুল ইসলাম, কনস্টেবল আকাশ চৌধুরী, কনস্টেবল ওয়াহিদুল, পুলিশের সোর্স রনি ও সজীব চৌধুরী।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গত ১৭ মার্চ রামপুরা থানা পুলিশ টহলরত একটি প্রাইভেটকারকে সন্দেহজনকভাবে ধাওয়া করে। ধাওয়া খেয়ে গাড়িতে থাকা ব্যক্তিরা বনশ্রী বালুর মাঠে গাড়িটি চলে যায়। পুলিশ গাড়িটি জব্দ করে রামপুরা থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ওই দিনই গাড়িচালক সমীর বিশ্বাস ও স্বর্ণের বাহক জাহিদ হোসেন রামপুরা থানায় গাড়িটি ছাড়িয়ে আনতে পুলিশের দারস্থ হয়।

পরে পুলিশে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে গাড়িতে স্বর্ণের বার রয়েছে। রিমান্ডে নেওয়া হলে তারা অভিযুক্ত পাঁচজনের নাম বলে। পরে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।

(দ্য রিপোর্ট/জেএ/জেএম/সা/এপ্রিল ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর