thereport24.com
ঢাকা, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১,  ১২ রবিউল আউয়াল 1446

"প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মতামত দিতে দেরির জন্য ডিম আমদানিতে বিলম্ব"

২০২৩ সেপ্টেম্বর ২০ ১৫:২৬:৩৪

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানির উদ্যোগ নিলেও কেন দেরি হলো সে কারণ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার তিনি বলেছেন, ডিম আমদানির সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার পেছনের কারণ হলো, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মতামত দিতে দেরি হয়েছে।

দেশে ডিমের বাজার অস্থির হয়ে ওঠার মধ্যে গত ১৩ আগস্ট বাণিজ্য মন্ত্রী বলেন, বাজারে দাম নিয়ন্ত্রণে না আসলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে ডিম আমদানির অনুমতি দেয়া।

ওইদিনই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বাজার বিন্যাস করতে পারলে আমদানির দরকার হবে না।

এরপর খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেয়ার পরও বাজার নিয়ন্ত্রণ করা যায়নি। বেঁধে দেওয়া দামে ডিম কিনতে পারেননি ক্রেতারা।

এরপর ১৮ সেপ্টেম্বর চার প্রতিষ্ঠানকে চার কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়। দেশে এটাই প্রথমবারের মতো আমদানি।

এদিন বাণিজ্যমন্ত্রী ডিম, আলু ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেঁধে দেয়ার পরও বাজারে তা কার্যকর না হওয়ার কথা স্বীকার করেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার করা হচ্ছে।

এদিকে ডলারের নির্ধারিত দাম কার্যকরে অর্থ মন্ত্রাণলয়কে সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেন টিপু মুনশি।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ও মনে করে বাড়তি দামে যেসব ব্যাংক ডলার বিক্রি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর