thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১,  ১৫ রবিউল আউয়াল 1446

সরকার পতনের দাবিতে বরিশালে রোড মার্চ করবে বিএনপি

২০২৩ সেপ্টেম্বর ২৩ ১২:৩২:৫৩
সরকার পতনের দাবিতে বরিশালে রোড মার্চ করবে বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক:সরকার পতনের একদফা দাবিতে বরিশাল থেকে পিরোজপুর ৮০ কিলোমিটার রোডমার্চ করবে বিএনপি। চলছে রোডমার্চ পূর্ব সমাবেশের প্রস্তুতি। বিভাগের বিভিন্ন এলাকা থেকে নেতা—কর্মীরা বরিশাল বেলসপার্ক ময়দানে উপস্থিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার বরিশাল শহরের বেলপার্ক থেকে রোডমার্চটি শুরু হওয়ার কথা রয়েছে।

রোডমার্চে নেতৃত্ব দেবেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

জানা গেছে, সড়কপথে প্রায় ১০ হাজার যানবাহন নিয়ে বরিশাল থেকে পিরোজপুর ৮০ কিলোমিটার এলাকা অতিক্রম করবেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বরিশাল আউটার স্টেডিয়াম, কালিজিরা ব্রিজ, ঝালকাঠি, রাজাপুর ও পিরোজপুরে পথসভা হবে। রোডমার্চ শেষে পিরোজপুরের শিয়ালকাটা ময়দানে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রোডমার্চ কর্মসূচির সমন্বয়ক বিলকিস জাহান শিরিন বলেন, লেবুখালী থেকে বরগুনা, পটুয়াখালীর নেতাকর্মীরা এবং ভোলার নেতাকর্মীরা বেলস পার্কে এসে সম্পৃক্ত হবেন। পরে তারা নানা যানবাহনে পিরোজপুরে রোডমার্চ শুরু করবেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর