thereport24.com
ঢাকা, বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১,  ৫ রবিউস সানি 1446

ক্যাপ্টেন আমেরিকায়, তিনি এলে জোরদার খেলা হবে:  কাদের 

২০২৩ সেপ্টেম্বর ৩০ ০০:৪৫:২০
ক্যাপ্টেন আমেরিকায়, তিনি এলে জোরদার খেলা হবে:  কাদের 

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির পদযাত্রারকে পশ্চাৎযাত্রা মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের এক দফার আন্দোলন ভুয়া। এই ভুয়া আন্দোলন দেশের মানুষ মানে না। ক্যাপ্টেন আমেরিকায়, তিনি এলে জোরদার খেলা হবে। নির্বাচন আমাদের সংবিধান নির্ধারণ করবে। আমরা কীভাবে চলবো, আমরাই ঠিক করবো। আমরা তত্ত্বাবধায়ক মানি না। ওটা মরা লাশ। ওটা আমাদের কাছে এনে লাভ নেই।

শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল দলটি।

বিএনপির ৪৮ ঘণ্টার আল্টিমেটামের সময় শেষ হয়ে যাওয়া কাদের প্রশ্ন তোলেন, বিএনপি এখন কী করবে? তিনি দলটির নেতা মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, ৪৮ ঘণ্টা তো শেষ হলো, এখন কী করবেন?

ওবায়দুল কাদের বলেন, দেশে শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন হবে না, জনগণ শেখ হাসিনাকে ছাড়া কোনো নির্বাচন মানবে না। ষড়যন্ত্র করে ওই নেতাকে বাদ দেবেন, বাংলাদেশকে আবারও খাদে নিয়ে যাবেন, সেটা হতে দেবো না।

নিষেধাজ্ঞা দিয়ে লাভ নেই উল্লেখ করে তিনি বলেন, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। নিষেধাজ্ঞা ও ভিসানীতির দিয়েও লাভ নেই। একাত্তরে নিষেধাজ্ঞা পেয়ে ভয় করলে দেশ স্বাধীন হতো না। আজকেও নিষেধাজ্ঞাকে ভয় করলে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারবো না। শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন হবে। কোনো ছাড় হবে না।

তিনি বলেন, মজার ব্যাপার হচ্ছে- নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন, ভয় দেখায় মির্জা ফখরুল। অদ্ভুত কাণ্ড। আমার নির্বাচন আমি করবো, তুমি বলার কে?

তিনি বলেন, হুমকি দিয়ে লাভ নেই। বৃহৎ শক্তির হুমকিকেই শেখ হাসিনা পরোয়া করেন না। ষড়যন্ত্র করে নির্বাচন হতে দেবেন না, দেখি কে নির্বাচন হতে না দেয়।নির্বাচন আমরা করবো। নির্বাচন অবাধ, সুষ্ঠ করবো। নিষেধাজ্ঞা দেয়ার তুমি কে।

কাদের বলেন, অনুমতি না নিয়ে কোথায় যাবেন? নাশকতা, আগুন নিয়ে আসবেন ওই কালো হাত আমরা ভেঙে দেবো। নাশকতা আমরা করতে দেবো না। ক্যাপ্টেন ডাক দেবেন। ৩৬ দিন মাঠে থাকতে হবে।

খালেদার মুক্তির আবেদন বিবেচনায় নিতে ফখরুলের আহবানখালেদার মুক্তির আবেদন বিবেচনায় নিতে ফখরুলের আহবান
ঢাকা শহর দখল করবেন? আমরা রেডি আছি। এবার মাঠ খালি নাই। কোন দিক দিয়ে পালবেন? পালাতে পালাতে বুড়িগঙ্গা, যোগ করেন ওবায়দুল কাদের।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর