thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১,  ৪ রবিউস সানি 1446

আবারো সিসিইউতে  খালেদা জিয়া

২০২৩ সেপ্টেম্বর ৩০ ০১:০০:০৪
আবারো সিসিইউতে  খালেদা জিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক:সপ্তাহের ব্যবধানে আবারও কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৫টা ১০ মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সাত তলা থেকে চারতলায় সিসিইউতে নেওয়া হয়।

এ সময় চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, শাহাবুদ্দিন তালুকদার, আব্দুল আল মামুন, এফএম সিদ্দিকী এবং হাসপাতালের একজন নারী চিকিৎসক উপস্থিত আছেন।

এর আগে গত ২২ সেপ্টেম্বর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হাওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছিলো। পরে অবস্থার উন্নতি হলে তাকে আবারও কেবিনে নেয়া হয়।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। কয়েকদিন আগেও তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভার কেয়ারে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

মেডিকেল বোর্ড জানিয়েছে, দীর্ঘদিন ধরে বাত, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন তিনি। পরিপাকতন্ত্রে রক্তপাতের পাশাপাশি লিভার সিরোসিসেও ভুগছেন। দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ২০১৮ সালে কারাগারে নেয়া হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর