thereport24.com
ঢাকা, বুধবার, ২৮ ফেব্রুয়ারি 24, ১৫ ফাল্গুন ১৪৩০,  ১৮ শাবান 1445

একদফা দাবিতে অবরোধ কর্মসূচী  বাস্তবায়নে খুলনায় মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

২০২৩ ডিসেম্বর ০৩ ১৫:১৯:৫৩
একদফা দাবিতে অবরোধ কর্মসূচী  বাস্তবায়নে খুলনায় মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

দ্য রিপোর্ট প্রতি‌বেদক, খুলনা।

১২টায় শান্তি ধামের চৌরাস্তা থেকে মিছিল বের হয়। মিছিল নগরীর বিভিন্ন জায়গা ঘুরে শেষ হয় রয়েল চত্বরে গিয়ে।

সেখানে পথসভায় বক্তারা অবিলম্বে জনগণের দাবি মেনে নিয়ে সরকারকে এক তরফা নির্বাচন থেকে সরে আসার আহবান জানান। কর্মীদের সাথে মাঠে থেকে কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

মিছিল ও পথ সভায় উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ন আহ্বায়কদের মধ্যে সম আব্দুর রহমান,শের আলম সান্টু,আবুল কালাম জিয়া,বদরুল আনাম খান,মাহবুব হাসান পিয়ার, তৈয়বুর রহমান,শফিকুল ইসলাম হোসেন, এস এম শামীম কবির, একরামুল হক হেলাল, আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াহিদুজ্জামান রানা, আনসার আলী, আব্দুস সালাম,মো: জাহিদ হোসেন,তারিকুল ইসলাম,আক্কাস আলী, ফারুক হোসেন।

কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা সাঈদ হাসান লাভলু, যুবদলের নেহিবুল হাসান নেহিম,নাদিমুজ্জামান জনি, আব্দুল আজিজ সুমন, আব্দুল্লাহ আল কাফি শখা, জাবির আলী,শ্রমিক দলের শফিকুল ইসলাম শফি,খান ইসমাইল হোসেন, ছাত্রদলের ইশতিয়াক আহমেদ ইস্তি,মাসুম বিল্লাহ, তাজিম বিশ্বাস।

এএইচ/এসকে/দ্য রিপোর্ট টুয়েন্টি ফোর ডট কম।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর