thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১,  ৯ রবিউল আউয়াল 1446

টাঙ্গাইল-কক্সবাজারে  হবে নতুন সৌর বিদ্যুৎ কেন্দ্র

২০২৩ ডিসেম্বর ০৬ ২০:৫৯:০৪
টাঙ্গাইল-কক্সবাজারে  হবে নতুন সৌর বিদ্যুৎ কেন্দ্র

দ্য রিপোর্ট প্রতিবেদক:টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় এবং কক্সবাজার জেলার সদর উপজেলায় দুটি পৃথক সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুটি সৌর বিদ্যুৎ কেন্দ্রই ১০০ মেগাওয়াট (এসি) ক্ষমতা সম্পন্ন। এই বিদ্যুৎ কেন্দ্র দুটির ট্যারিফ অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে এই অনুমোদন দেয় হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জানান, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন অনুমোদন দেয়া হয়েছে। ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে রিরিনিউয়েবল এনার্জি ইউকে লিমিটেড, বাদল কনস্ট্রাকশন এবং জি-টেক সলুশন লিমিটেড কনসোটিয়াম-কে প্রতি কিলোওয়াট ঘন্টা ১০ টাকা ৯৯ পয়সা হিসেবে আনুমানিক ৩ হাজার ৫৬১ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করতে হবে।

অপরদিকে কক্সবাজার জেলার সদর উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে। ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে কেএআই বাংলাদেশ অ্যালুমেনিয়াম লিমিটেড এবং অলটেক অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড কনসোটিয়াম-কে প্রতি কিলোওয়াট ঘন্টা ১০ টাকা ৯৮ পয়সা হিসেবে আনুমানিক ৩ হাজার ৫৫৬ কোটি ৮০ লাখ টাকা পরিশোধ করতে হবে।

এদিকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র সভায় বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) কর্তৃক বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (ঢাকা-ময়মনসিংহ বিভাগ)’ প্রকল্পের লট-১ এর আওতায় ৩৩ হাজার ৮৪৬টি এসপিসি পোল বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের নিকট থেকে ১০৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ৫১ টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে।

একই সঙ্গে বাপবিবো কর্তৃক বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (ঢাকা-ময়মনসিংহ বিভাগ)’ প্রকল্পের লট-২ এর আওতায় ৩৩ হাজার ৮৪৫টি এসপিসি পোল যৌথভাবে কনফিডেন্স ইনফ্রাক্টসার, ক্যাসটেল কনস্ট্রাকশন, কনটেক কনস্ট্রাকশন এবং দাদা ইঞ্জিনিয়ারিংয়ের নিকট থেকে ১০৩ কোটি ৪৪ লাখ ৬২ হাজার ৭০৫ টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক ‘সৈয়দপুর ১৫০ মে. ওয়াট সিম্পল সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ’ প্রকল্পের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ২৮ কোটি ৩৭ লাখ ১৬ হাজার ২৩১ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর