thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

দুবাই যাওয়ার আবেদন মুশাররফের

২০১৩ নভেম্বর ১৩ ১২:৫৫:২৪
দুবাই যাওয়ার আবেদন মুশাররফের

দিরিপোর্ট ডেস্ক : অসুস্থ মাকে দেখতে দুবাই যাওয়ার আবেদন জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ।

সিন্ধু হাইকোর্টে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সিট কন্ট্রোল লিস্ট থেকে মুশাররফের নাম প্রত্যাহারের আবেদন জানানো হয়। ওই আবেদনে আদালতের অনুমতি ছাড়া শুনানি চলাকালে মুশাররফের দেশত্যাগের ব্যাপারে যে নির্দেশ ছিল তা পরিবর্তনেরও দাবি জানানো হয়।

মুশাররফের আইনজীবী এ কিউ হালেপোতা জানান, অসুস্থ মাকে দেখার জন্য মুশাররফ দুবাই যেতে চান। তার মায়ের বয়স ৯৫ বছর। তিনি এতটাই অসুস্থ যে ভ্রমণ করতে পারবেন না বলেও জানান তিনি।

এদিকে, মুশাররফ তার বিরুদ্ধে করা সবগুলো মামলাতেই জামিন পেয়েছেন বলে বিভিন্ন আদালত নিশ্চিত করেছে। তাই এক্সিট কন্ট্রোল লিস্টে মুশররফের নাম থাকাটা তার মৌলিক অধিকারের লঙ্ঘন বলে জানান হালেপোতা।

বিচারপতি সাজ্জাদ আলী শাহের নেতৃত্বে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ১৮ নভেম্বরে অনুষ্ঠিতব্য পরবর্তী শুনানির দিন ওই আবেদন আদালতে উপস্থাপনের জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সিন্ধের অ্যাডভোকেট জেনারেল ও প্রসিকিউটর জেনারেলকে নোটিশ দিয়েছেন। সূত্র: পিটিআই

(দিরিপোর্ট২৪/ কেএন/এমসি/নভেম্বর ১৩, ২০১৩).

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর