thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

২০১৩ নভেম্বর ১৩ ১৭:২১:৫৮
জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

দিরিপোর্ট২৪ জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. একেএম শাহনাওয়াজ জাকসু গঠনতন্ত্রের ৮ ধারা মোতাবেক ১৬টি পদে ‘নির্বাচন (২০১৪)’ এর তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিলে ২ জানুয়ারি ২০১৪ তারিখে নির্বাচন অনুষ্ঠানের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

তফসিল অনুযায়ী, ১৯ নভেম্বর মনোনয়ন বিতরণ, ২৬ নভেম্বর মনোনয়নপত্র জমা, ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ৫ ডিসেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৫ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনের দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিজ নিজ হলে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচনের গঠনতন্ত্রের ৮/জ ধারা অনুযায়ী কোনো প্রার্থী নির্বাচনের তিনদিন আগ পর্যন্ত নির্বাচন কমিশনের সভাপতির কাছে লিখিত আবেদনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজের নাম প্রত্যাহার করতে পারবেন।

এদিকে সকাল ১১টায় জাকসু নির্বাচনের দাবিতে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

(দিরিপোর্ট২৪/এএস/এনডিএস/নভেম্বর ১৩,২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর