thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

ল্যাবএইডের হিমঘরে মরদেহ

২০১৪ এপ্রিল ০৯ ২০:৩০:৩৭
ল্যাবএইডের হিমঘরে মরদেহ

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রবীণ সাংবাদিক এবিএম মূসার মরদেহ রাজধানীর ল্যাবএইড হাসপাতালের হিমঘরে রাখার জন্য নেওয়া হয়েছে।

বুধবার রাত ৮টা ২০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের ৫/২ নাম্বার বাসা থেকে তার মরদেহ হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

এর আগে, বাদ মাগরিব ইকবাল রোড মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবে তার মৃতদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর নিজ গ্রাম ফেনীর ফুলগাজী উপজেলার কুতুবপুর গ্রামে জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে দাফন করা হবে।

এবিএম মূসা রাজধানীর ল্যাবএইড হাসপাতালে বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে মারা যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও শোক প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

৮৩ বছর বয়সী প্রখ্যাত এই সাংবাদিক ও কলাম লেখক বেশ কয়েক দিন আগে থেকেই ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে (হৃদরোগের জন্য বিশেষ পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিলেন।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এনডিএস/আরকে/এপ্রিল ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর