thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

‘এবিএম মূসা আমাদের অনুকরণীয়’

২০১৪ এপ্রিল ০৯ ২১:২৪:৫১
‘এবিএম মূসা আমাদের অনুকরণীয়’

দ্য রিপোর্ট প্রতিবেদক : দৈনিক ‘আমাদের সময়’র প্রতিষ্ঠাতা সম্পাদক এবং ‘আমাদের অর্থনীতি’ পত্রিকার সম্পাদক নাঈমুল ইসলাম খান বলেছেন, ‘এবিএম মূসা ছিলেন জাতীয় মুরুব্বি। আমি মনে করি, তার মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতা জগতই কেবল ক্ষতির শিকার হলো না, পুরো দেশ অপূরণীয় ক্ষতির শিকার হয়েছে।’

বরেণ্য সাংবাদিক এবিএম মূসার মৃত্যুর পর দ্য রিপোর্টকে এভাবে নিজের অনুভূতির কথা জানালেন নাঈমুল ইসলাম খান।

তিনি বলেন, ‘মূসা ভাই আমাদের কাছে আইকনের মতো অনুকরণীয়। আমরা কবে তার মতো আরেক জন পাবো, যাকে আশ্রয় করে, যার অনুপ্রেরণায় আমরা সাহস আবার যুগাব, তা জানি না। তিনি সাংবাদিকতার গুরু ছিলেন। উনি যখন ‘পাকিস্তান অবজারভার’র বার্তা সম্পাদক ছিলেন, উনি ছিলেন আইকনের মতো অনুকরণীয়। সে সময়ে উনার ব্রিলিয়ান্ট সাংবাদিক টিম ছিল। ওরকম টিম কোনো পত্রিকায় সে সময়ে ছিল না।’

নাঈমুল খান আরও বলেন, ‘অনেক বয়সেই তাকে আমরা হারালাম। তারপরেও মনে হয়, উনি যদি আরও কিছুদিন আমাদের মধ্যে থাকতেন তাহলে জাতীয় জীবনে অনেক ভালো হতো। জাতির ক্রান্তিকালে তার কাছ থেকে আমরা অনেক মন্তব্য, পরামর্শ ও সাহস পেতাম।’

‘আমাদের অর্থনীতি’র সম্পাদক বলেন, ‘আর একটি কথা বলা যায়, উনি (এবিএম মূসা) বাংলাদেশের মুরব্বিদের মধ্যে সবচেয়ে সরব ব্যক্তিত্ব ছিলেন। দেশে অনেক জ্ঞানী-গুণী আছেন, যারা শ্রদ্ধেয় কিন্তু সরব না, অনেকেই গা বাঁচিয়ে চলেন। তাদেরকে আমরা শ্রদ্ধা করলেও সবসময় পাশে পাই না। তবে মূসা পাই ছিলেন ব্যতিক্রম, দেশের যে কোনো ক্রান্তিকালে আমরা তাকে পাশে পেয়েছি। সবসময় এ মহান মানুষটিকে আমরা অনুভব করব।’

(দ্য রিপোর্ট/এআই/একে/এনআই/এপ্রিল ৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর