thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

আশুলিয়ায় ফের পুলিশ-শ্রমিক সংঘর্ষ

২০১৩ নভেম্বর ১৪ ১১:৩৯:৩৪
আশুলিয়ায় ফের পুলিশ-শ্রমিক সংঘর্ষ

সাভার সংবাদদাতা : গার্মেন্টস মালিকরা মজুরি বোর্ড ঘোষিত ৫ হাজার ৩০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব মেনে নিয়েছেন। কিন্তু ন্যূনতম ৮ হাজার টাকার দাবিতে বৃহস্পতিবার সকালে ভাঙচুর ও সংঘর্ষে জড়িয়েছে আশুলিয়ার পোশাক শ্রমিকরা।

পুলিশ-শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ায় সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে।

শিল্প পুলিশের পরিদর্শক আবদুস সাত্তার জানান, বিজিএমইএর সিদ্ধান্তে বুধবার আশুলিয়ার সব কারথানা বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার সকালে বাইপাইল থেকে জিরাব ও জিরাব থেকে বিশমাইল এলাকা পর্যন্ত বিভিন্ন কারখানার শ্রমিকরা কারখানায় আসার পরপরই ৮ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা রাস্তায় বেরিয়ে আশপাশের কারখানার দিকে ঢিল ছুড়তে শুরু করে।

হাজার খানেক শ্রমিক সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল সড়কে অবস্থান নিলে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় নরসিংহপুর ও বেরন এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা সংঘর্ষ হয়।

পরে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিক ও পথচারীসহ অর্ধশতাধিক আহত হন।

এর আগে আশুলিয়া এলাকার সব পোশাক কারখানায় বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করা হয় বলে আবদুস সাত্তার জানান।

(দিরিপোর্ট/ওএস/এএস/জেএম/নভেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর