thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২০, ২৮ আষাঢ় ১৪২৭,  ২২ জিলকদ  ১৪৪১

সংসদে শোক প্রস্তাব না আনায় বিএনপির নিন্দা

২০১৪ এপ্রিল ১০ ১৩:০৪:৫০
সংসদে শোক প্রস্তাব না আনায় বিএনপির নিন্দা

দ্য রিপোর্ট প্রতিবেদক : এবিএম মূসার মৃত্যুতে বর্তমান জাতীয় সংসদে শোক প্রস্তাব না আনায় নিন্দা জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রথিতযশা এই সাংবাদিকের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি।

এরপর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, এবিএম মূসা শুধু বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন জাতির অভিভাবক ও বিবেকস্বরূপ। এ ছাড়াও তিনি স্বাধীনতা উত্তরকালে দেশের আইনপ্রণেতাও ছিলেন।

তিনি আরও বলেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মূসার মৃত্যুতে বর্তমান জাতীয় সংসদে কোনো শোক প্রস্তাব আনা হয়নি। এটি অত্যন্ত দুঃখের ও নিন্দনীয়। বিএনপি সরকারের এই হীনম্মন্যতার তীব্র নিন্দা জানাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আজম খান, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলমসহ অন্যারা।

এরপর স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদও এবিএম মূসার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

(দ্য রিপোর্ট/টিএস/জেএম/শাহ/এপ্রিল ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর