thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

মানবাধিকার প্রশ্নে ‘লুকানোর কিছু নেই’ : রাজাপাকসে

২০১৩ নভেম্বর ১৪ ১৬:১৩:০০
মানবাধিকার প্রশ্নে ‘লুকানোর কিছু নেই’ : রাজাপাকসে

দিরিপোর্ট ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মহিন্দ্র রাজাপাকসে বলেছেন, চলতি সপ্তাহের কমনওয়েলথ সম্মেলনে তার দেশের বিরুদ্ধে উত্থাপিত যুদ্ধাপরাধের অভিযোগ খণ্ডনে তিনি প্রস্তুত। ৫৩ সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত সংগঠনটির শীর্ষ সম্মেলনের প্রাক্কালে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা সব ব্যাপারে খোলামেলা। মানবাধিকার প্রশ্নে লুকানোর কিছু নেই।’ খবর বিবিসি, এএফপির।

চার বছর আগে শেষ হওয়া তালিমদের সঙ্গে গৃহযুদ্ধ চলাকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহেন্দ্র রাজাপাকসের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ওঠায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সম্মেলন বর্জনের ঘোষণা দিয়েছেন। এছাড়া কানাডা ও মরিশাসের প্রধানমন্ত্রীও কমনওয়েলথ সম্মেলনে না আসার ঘোষণা দিয়েছেন।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, শ্রীলঙ্কায় দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধের শেষের দিকে ৪০ হাজার বেসামরিক মানুষ নিহত হয়। মানবাধিকার সংগঠনগুলি এ বিষয়টিকে গণহত্যা বলে অবিহিত করছে। তবে, শ্রীলঙ্কা সরকার গণহত্যার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে আসছে।

(দিরিপোর্ট২৪/কেএন/এমডি/নভেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর