thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

ত্রিপোলিতে জরুরি অবস্থা জারি

২০১৩ নভেম্বর ১৭ ১৩:৩২:১২
ত্রিপোলিতে জরুরি অবস্থা জারি

দিরিপোর্ট ডেস্ক : লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। শনিবার সেখানে নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর জরুরি অবস্থা জারি করা হয়।

শনিবারের সংঘাতে অন্তত একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

এর আগে শুক্রবার সশস্ত্র বাহিনীর গুলিতে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হন। শুক্রবারের হামলায় নিহতরা বেআইনি সশস্ত্র বাহিনীর বিলুপ্তির দাবি জানালে তাদের ওপর মিলিশিয়া বাহিনী গুলি চালায়।

শুক্রবারের নিহতদের স্মরণে রাজধানীর তাজোরাতে শনিবার হাজার হাজার মানুষ জড়ো হয়ে সরকারের পদত্যাগ ও সশস্ত্র মিলিশিয়াদের শহর ত্যাগের দাবি জানালে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে।

এদিকে, দেশটির প্রধানমন্ত্রী আলী জাইদান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও নিহতের আত্মার শান্তি কামনা করেছেন। তিনি সব মিলিশিয়াদের ত্রিপোলি ত্যাগেরও নির্দেশ দেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়েছেন।

২০১১ সালে লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর লিবিয়া সরকার দেশটির সশস্ত্র মিলিশিয়াদের দমন করতে হিমশিম খাচ্ছে। সূত্র: আল জাজিরা।

(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর