thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

শ্বশুর বাড়ির সম্পত্তিতে অধিকার নেই

২০১৩ নভেম্বর ১৭ ১৯:০৯:২৪
শ্বশুর বাড়ির সম্পত্তিতে অধিকার নেই

দিরিপোর্ট ডেস্ক : স্বামীর সম্পত্তিতে নারীর অধিকার আছে। কিন্তু শ্বশুর বাড়ির সম্পত্তিতে নিজের অধিকার দাবি করতে পারবেন না কোনো নারী। এমনই পর্যবেক্ষণ দিয়েছেন দিল্লি আদালত। খবর হিন্দুস্তান টাইমসের।

একজন নারীর আবেদনের প্রেক্ষিতে আদালত এই পর্যবেক্ষণ দেয়।

সরকারি হাসপাতালের চিকিৎসক ওই নারী স্বামীর সম্পত্তির কোনো ভাগ না পেয়ে অবশেষে শ্বশুর বাড়িতে থাকার অধিকার চেয়ে আদালতে আবেদন করেন।

এডিশনাল সেশন জজ কামিনি লাও তার রায়ে উল্লেখ করেন, কেবল তার স্বামীই ওই সম্পত্তিতে অধিকার চাইতে পারেন।

আদালতের রায়ে আরো উল্লেখ করা হয়, যেহেতু তিনি কর্মজীবী, সেহেতু তার কারো সাহায্যের দরকার নেই। এছাড়া, শ্বশুর-শাশুড়ি যদি তাকে তাদের বাড়িতে থাকতেও দেন, সেটা ‘আইনগত অধিকার’ বলে মনে করা যাবে না।

(দিরিপোর্ট/ডব্লিউএস/এমএআর/নভেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

নারী এর সর্বশেষ খবর

নারী - এর সব খবর