thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

রাজধানীতে নৈরাজ্য, জনগণের ভোগান্তি

২০১৩ নভেম্বর ১৭ ২১:৫০:৪৬

দিরিপোর্ট প্রতিবেদক : কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে আটক করার প্রতিবাদে রবিবার রাজধানীতে নৈরাজ্য চালিয়েছে দুর্বৃত্তরা।

এদিন বিকেলে সায়দাবাদ, মালিবাগ, প্রেস ক্লাব, পল্টন মোড়, দৈনিক বাংলা ও আরামবাগে পাঁচটি বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ এ সময় ২০ রাউণ্ড ফাঁকা গুলি ছোড়ে ।

অফিস ছুটির সময় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীতে যান চলাচল কমে যায়। বাসাগামী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। প্রেস ক্লাব, পল্টন, মতিঝিলসহ আশপাশের এলাকায় ঘরমুখী মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মতিঝিল থানা এলাকার টিঅ্যান্ডটি কলেজের সামনে রবিবার বিকেল পৌনে চারটায় ইউনিক পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর ২০ মিনিট পরেই আরামবাগ এলাকায় বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন দেয় তারা।

রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শিবলী নোমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রেস ক্লাবের সামনে মতিঝিলগামী ঢাকা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বলেন, প্রেস ক্লাবের সামনে বাসে অগ্নিকাণ্ডের পরেই হোটেল প্রীতম থেকে পল্টন মোড় পর্যন্ত অন্তত ১১টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় পুলিশ দুর্বৃত্তদের লক্ষ্য করে ২০ রাউণ্ড ফাঁকা গুলি ছোড়ে।

ডিএমপির মুখপাত্র যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম দিরিপোর্টকে জানান, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে আটক করায় ছাত্রদলের কর্মীরা এসকল ঘটনা ঘটেছে বলে মনে করছি।

তিনি বলেন, যানবাহনে আর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে না পারে সে বিষয়ে পুলিশকে সর্তক অবস্থায় থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

(দিরিপোর্ট/কেজেএন/এমএইচও/এসবি/নভেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর