thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

পায়রা বন্দর উদ্বোধন মঙ্গলবার

২০১৩ নভেম্বর ১৮ ০৩:৪১:১৭
পায়রা বন্দর উদ্বোধন মঙ্গলবার

দিরিপোর্ট প্রতিবেদক : বিস্তারিত সম্ভাব্যতা যাচাই ছাড়াই সরকারের শেষ সময়ে দেশের তৃতীয় সমুদ্রবন্দর হিসেবে ‘পায়রা বন্দর’ উদ্বোধন করা হচ্ছে। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের আন্দারমানিক নদীর তীরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৯ নভেম্বর মঙ্গলবার বন্দরটি উদ্বোধন করবেন।

রবিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বন্দর উদ্বোধনের কথা জানানো হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

গত ৫ জুলাই ‘পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষ আইন-২০১৩’ নীতিগত অনুমোদনের পর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার ইফতেখার হায়দার জানিয়েছিলেন, পায়রা সমুদ্র বন্দর স্থাপন প্রকল্প পিপিপি (সরকারি-বেসরকারি অংশীদারিত্ব) ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। তবে এর জন্য আরো বিস্তারিত সম্ভাব্যতা যাচাইয়ের প্রয়োজন রয়েছে। বন্দর নির্মাণে আর্থিক সংশ্লেষ কেমন হবে সেখান থেকে তা জানা যাবে।

নৌ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পূর্ণাঙ্গ একটি সমুদ্র বন্দর নির্মাণ সময় সাপেক্ষ বিষয় বলে মন্ত্রণালয় স্বল্প পরিসরে পল্টুন স্থাপনের মাধ্যমে পায়রা সমুদ্র বন্দর স্থাপনের কাজ শুরু করছে। কারণ সরকারের মেয়াদ শেষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অর্থায়ন ও কারিগরি সহায়তায় বন্দর উদ্বোধন করা হচ্ছে। পায়রা বন্দরের পূর্ণাঙ্গ অবকাঠামো নির্মাণে ১০ বছরে আনুমানিক ১৫ হাজার কোটি টাকার বেশি ব্যয় হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলে তৃতীয় সমুদ্র বন্দরে গভীর সমুদ্রে বিচরণে সক্ষম ৮ থেকে ১০ মিটার ড্রাফটের জাহাজ ধারণের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, বর্তমানে দেশের দক্ষিণ মধ্যবর্তী অঞ্চলে কোনো সমুদ্র বন্দর নেই। এ অঞ্চলে সমুদ্রবন্দর গড়ে উঠলে উন্নয়নের বিপ্লব ঘটবে, অর্থনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হবে। কৃষি খাতে উৎপাদিত পণ্য রফতানি সহজ হবে।

বন্দরের অবস্থানের বিষয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রাবনাবাদ চ্যানেলের ভেতরে জাহাজ চলাচলের জন্য নিম্নতম ৬/৭ মিটার গভীরতা রয়েছে। চ্যানেলটি প্রায় ৩০ কিলোমিটার লম্বা। নূন্যতম প্রশস্ততা এক কিলোমিটার। চ্যানেলটির প্রবেশের প্রায় ৩৫ কিলোমিটার এলাকা সর্বনিম্ন গভীরতা ৪ দশমিক ৯ মিটার। চট্টগ্রাম হতে রাবনাবাদ চ্যানেলের সমুদ্রপথে দূরত্ব প্রায় ৩১৬ কিলোমিটার। ঢাকা হতে উক্ত চ্যানেলের নদীপথের দূরত্ব প্রায় ৩৪০ কিলোমিটার।

(দিরিপোর্ট/আরএমএম/এসকে/নভেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর