thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

নির্বাচনকালীন সরকার

শপথ নিলেন নতুন ৮ মন্ত্রী

২০১৩ নভেম্বর ১৮ ১৫:০০:১৯
শপথ নিলেন নতুন ৮ মন্ত্রী

দিরিপোর্ট : নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় যোগ দিয়েছেন ৮ জন নতুন মন্ত্রী। এদের মধ্যে ৬ জন পূর্ণ মন্ত্রী এবং ২ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

সোমবার বিকেল ৩টা ১০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এসব মন্ত্রী, প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ আ্যাডভোকেট। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ মহাজোট সরকারের অন্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন জাতীয় পার্টির সালমা ইসলাম ও মুজিবুল হক চুন্নূ।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূইয়া।

এর আগে এসব মন্ত্রী, প্রতিমন্ত্রীরা বঙ্গভবনে উপস্থিত হন।

(দিরিপোর্ট/এসবি/এমডি/ নভেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর