thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ

‘তিস্তার পানি আমাদের জন্মগত অধিকার’

২০১৪ এপ্রিল ২৩ ১০:৫৮:৩৩
‘তিস্তার পানি আমাদের জন্মগত অধিকার’

তারেক সালমান ও সুশান্ত ভৌমিক, রংপুর থেকে : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তিস্তার পানি পাওয়া আমাদের জন্মগত ও আন্তর্জাতিক স্বীকৃত অধিকার।’

তিস্তা অভিমুখে লংমার্চ কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার সকাল পৌনে ১০টায় রংপুরের পাবলিক লাইব্রেরি হল ময়দানে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ কখনই নিজের অধিকার আদায়ে পিছপা হয় না। কারও পদানত হয় না। অধিকার আদায় না হওয়া পর্যন্ত দেশের মানুষ লড়াই করে যায়। আমাদের জাতীয় সঙ্কট নিরসনে লড়াই সংগ্রাম করতে হবে। এ জন্য প্রয়োজন জাতীয় ঐক্য।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আমাদের বেঁচে থাকার অধিকার আদায়ে তিস্তা অভিমুখে লংমার্চ করছি। ভারত থেকে আসা ৫৪টি নদীর গতিপথ আজ রুদ্ধ করে দেওয়া হয়েছে। এই নদীর অববাহিকায় ৮টি জেলার ৩ কোটি মানুষের জীবন আজ বিপর্যয়ের মুখোমুখি।’

তিনি আরও বলেন, ‘আমরা কৃষিকাজ করতে পারছি না। আমাদের জেলেরা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারাছে না। ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্য। আমরা মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন।’

তিনি বলেন, ‘আমাদের এই অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সেই অধিকার আদায়ে আমরা লড়াই করছি। দেশের অধিকার আদায়ে নিরন্তর লড়াই করতে আমরা আজ ঢাকা থেকে এখানে এসেছি।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমাদের এই আন্দেলন শান্তিপূর্ণ। কারও বিরুদ্ধে নয়। সরকারের বিরুদ্ধেও নয়। আমাদের এই জাতীয় সঙ্কট থেকে বাঁচতে প্রয়োজন জাতীয় ঐক্যের।’

রংপুর জেলা বিএনপি আয়োজিত এই পথসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন।

পথসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, লে. জেনারেল মাহবুবুর রহমান, শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম-মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতিমিজানুর রহমান মিনু, শহীদ উদ্দীন চোধুরী এ্যানী, মোয়াজ্জেম হোসেন আলাল ও রংপুর জেলা বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু অভিযোগ করে বলেন, লংমার্চকে কেন্দ্র করে দলীয় নেতার্কীদের ওপর হামলা চালানো হয়েছে। পুলিশের গ্রেফতারের ভয়ে কর্মীরা উপস্থিত হতে পারছেন না।

মঙ্গলবার সকাল পৌনে ৯টায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে তিস্তার পানির নায্য হিস্যার দাবিতে আনুষ্ঠানিকভাবে এ লংমার্চ শুরু হয়।

বুধবার লালমনিরহাটের ডালিয়ায় তিস্তা ব্যারাজের পাশে জনসভার মধ্য দিয়ে লংমার্চ কর্মসূচি শেষ হবে।

(দ্য রিপোর্ট/টিএস-এসভি/এসএফ/কেএন/এজেড/এপ্রিল ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর