thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

ফোন চার্জ দেবে স্মার্ট কোট

২০১৩ নভেম্বর ১৯ ১০:৪২:০১
ফোন চার্জ দেবে স্মার্ট কোট

দিরিপোর্ট ডেস্ক : এখন স্মার্টফোনের দুনিয়া। বিশ্বকে হাতের মুঠোয় আনতে বর্তমানে স্মার্টফোনের জুড়ি মেলা ভার।

একবার ভাবুন তো, স্মার্টফোনের প্রযুক্তি কাজে লাগিয়ে যদি আপনার পোশাকও হয়ে ওঠে স্মার্ট? যদি আপনার পোশাকের সাহায্যে চলার পথেই আপনি সেরে নিতে পারেন মোবাইল ফোন চার্জ দেওয়ার কাজ? কিংবা আপনার পোশাকই যদি আপনাকে জানিয়ে দেয় আবহাওয়ার খোঁজখবর?

বিশ্বাসযোগ্য মনে না হলেও যুক্তরাষ্ট্রে এরই মধ্যে শুরু হয়েছে এ রকম পানি নিরোধক স্মার্ট ট্রেঞ্চ কোট তৈরির কাজ।

এই স্মার্টকোটটির নাম দেওয়া হয়েছে এম। কোটটিতে স্থাপন করা হয়েছে স্মার্টফোনের অ্যাপস যা আবহাওয়া পর্যবেক্ষণ করে জানিয়ে দেবে কখন কোটটি পরতে হবে।

আর চার্জ দেওয়ার জন্য ফোনটি কোটের বুক পকেটে রেখে চার্জারের পোর্টের সঙ্গে সংযোগ দিয়ে দিলেই চার্জ শুরু হবে।

তবে, কোটের ভেতরে চার্জের ব্যবস্থা থাকার কথা ভেবে অনেকের অস্বস্তি হতে পারে। কিন্তু কোটটির নির্মাতাদের দাবি, অস্বস্তির কোনো কারণই নেই, চার্জার পোর্ট বাইরে থেকে একদমই দেখা যাবে না।

আর কোটটিকে চার্জ দিতে মোটেই ঝামেলা পোহাতে হবে না ব্যবহারকারীদের। চার্জ দিতে চাইলে কোটটির সঙ্গে দেওয়া হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলেই হবে। হ্যাঙ্গারের সঙ্গে যুক্ত তারবিহীন চার্জিং প্যাড থেকেই চার্জ হবে কোটটিতে।

কোটটি তৈরি করছেন নিউইয়র্কভিত্তিক টেকনো প্রতিষ্ঠান মোটিফ। মোটিফের প্রতিষ্ঠাতা রাফায়েল বালবি বলেন, প্রযুক্তির উৎকর্ষতার যুগে মানুষের জন্য স্মার্ট পোশাক ভর্তি ওয়্যারডোবের প্রথম পদক্ষেপ হলো স্মার্টকোট।

তিনি আরো বলেন, ‘এটা শুধু চার্জ দেওয়া ও ওয়াইফাই সুবিধা সম্বলিত একটি কোট নয়। এটা পোশাকের ভবিষ্যৎ। ভবিষ্যতে বিভিন্ন পোশাক পরস্পরের সঙ্গে ও ব্যবহারকারীর সঙ্গেও যোগাযোগ করতে পারবে।’

এখনো কোটটির দাম নির্ধারণ করা হয়নি। তবে সাধারণ কোটের মতোই এর দাম নির্ধারণ করা হবে বলে জানান রাফায়েল।

আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই মধ্যেই কোটটি বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। সূত্র: পিটিআই।

(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর