thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১ ফাল্গুন ১৪২৫,  ১৭ জমাদিউস সানি ১৪৪০

জাসাসের গণসংগীতে শুরু শ্রমিক দলের সমাবেশ

২০১৪ মে ০১ ১২:২০:৪৭
জাসাসের গণসংগীতে শুরু শ্রমিক দলের সমাবেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে। বিএনপির সহযোগী সংগঠন জাসাসের গণসংগীত পরিবেশনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বিকেল তিনটায়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এর আগে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘এ কর্মসূচির অনুমতি দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি শ্রমিক সমাবেশে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানাচ্ছি।’

নোমান বলেন, শ্রমিক দলের পক্ষ থেকে ২২ এপ্রিল সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু তারা সমাবেশের অনুমতি দিতে গড়িমসি করে। আরও আগে অনুমতি পেলে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব হতো।

তিনি আরও বলেন, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শ্রমিক সমাবেশ শুরু হবে দুপুর ২টায়। কর্মসূচি সফল করতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

আবদুল্লাহ আল নোমান বলেন, দীর্ঘ সময় গরিমসি করে শেষ মুহূর্তে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে এটা লিখিত নয়, টেলিফোনের মাধ্যমে। এরপরও তাদের ধন্যবাদ জানাই। আশাকরি আগামীকাল শ্রমিক দিবসের সমাবেশ কোনও প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না করে ক্ষমতাসীন সরকার সহায়তা করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক জাফরুল হাসান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নাসিম প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমডি/মে ০১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর