thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১০ আশ্বিন ১৪২৫,  ১৪ মহররম ১৪৪০

শ্রমিকদের স্বার্থে ঐক্যের আশ্বাস নৌমন্ত্রীর

২০১৪ মে ০১ ১৩:৩৭:৩০
শ্রমিকদের স্বার্থে ঐক্যের আশ্বাস নৌমন্ত্রীর

দ্য রিপোর্ট প্রতিবেদক : শ্রমিকদের স্বার্থে দল, মত নির্বিশেষে ঐক্যের আশ্বাস দিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।

মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার দুপুরে শ্রমিকদের এক সমাবেশে এ আশ্বাস দেন তিনি।

শাজাহান খান বলেন, শ্রমিকদের ক্ষেত্রে কোনো দল নেই। শ্রমিকদের দাবি আদায়ের লক্ষে দল-মত নির্বিশেষে ঐক্যমতে যেতে রাজি আছি।

শ্রমিকদের প্রতি পুলিশের হয়রানীমূলক আচরণ প্রত্যাহার করে সদয় আচরণ করার আহ্বান জানান তিনি।

চালকদের উদ্দেশে মন্ত্রী বলেন, গাড়ি সাবধানে চালানো উচিৎ। চালকদের মনে রাখতে হবে সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। তাদের আরো মনে রাখতে হবে চালকদের হাতে শুধু তাদের জীবন না আরও অনেকের জীবন নির্ভর করে।

সমাবেশে উপস্থিত ছিলেন, শিমুল বিশ্বাসসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

(দ্য রিপোর্ট/শামীম রিজভী/এসবি/মে ০১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবররে