thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ৭ ফাল্গুন ১৪২৫,  ১৩ জমাদিউস সানি ১৪৪০

রানা প্লাজায় নিহত ও নিখোঁজ শ্রমিকদের ক্ষতিপূরণ দাবি

২০১৪ মে ০১ ১৩:৫৬:৫৩
রানা প্লাজায় নিহত ও নিখোঁজ শ্রমিকদের ক্ষতিপূরণ দাবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : রানা প্লাজায় নিহত ও নিখোঁজ শ্রমিকদের প্রত্যেক পরিবারকে ৪৮ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু।

মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার দুপুরে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান তিনি।

মোশরেফা মিশু বলেন, রানা প্লাজার ভবন মালিক ও ৫ গার্মেন্টস মালিকদের নামে হত্যা মামলা করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আহত ও পঙ্গু শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা ও পুনর্বাসন করতে হবে। সকল কারখানায় নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে। যা দেশের কোনো কারখানায় নেই।

গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, ক্ষতিপূরণ আইন সংশোধন করে টর্ট আইন যুক্ত, ঘোষিত মজুরি কাঠামো বাস্তবায়ন এবং ট্রেড ইউনিয়ন অধিকার কার্যকরের দাবিও জানান তিনি।

সমাবেশে উপস্থিত ছিলেন, হামিদা ইয়াসমিন, জোৎস্না আখতার, কোহিনুর বেগম, সাবিনা ইয়াসমিন, গোলাম আরিফ, কাজী মো. খায়রুল বাশার, একেএম নাসির, রফিকুল আলম প্রমুখ।

(দ্য রিপোর্ট/শামীম রিজভী/এসবি/মে ০১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর