thereport24.com
ঢাকা, সোমবার, ২১ জানুয়ারি ২০১৯, ৮ মাঘ ১৪২৫,  ১৪ জমাদিউল আউয়াল ১৪৪০

সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দলের সমাবেশ শুরু

২০১৪ মে ০১ ১৫:০২:২৮
সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দলের সমাবেশ শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দলের সমাবেশ শুরু হয়েছে। মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সমাবেশের শুরুতেই সারাদেশে ‘সরকারদলীয় শাসক’দের হাতে নিহত এবং রানা প্লাজা ও তাজরিন গার্মেন্টে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিকেল ৩টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর থেকে বিএনপি ও তার সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে শুরু করেছে।

মাথায় লাল ফিতা বেঁধে, ঢোল-তবলা ও বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে। এতে করে নেতাকর্মীদের মধ্যে এক উৎসবের আমেজ দেখা দিয়েছে।

এ উৎসবের মাঝে নেতাকর্মীদের আবার ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তাদের হাতে শোভাবর্ধিত ফেস্টুন ও প্লাকার্ডে লেখা ছিল- ‘মে দিবস দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক’, ‘এই মুহুর্তে দরকার খালেদা জিয়ার সরকার’।

এর আগে জাসাসের গণসংগীত পরিবেশনের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনের নবনিযুক্ত সভাপতি আনোয়ার হোসাইন।

(দ্য রিপোর্ট/টিএস/এসবি/মে ০১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর