thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

তৃতীয় দিনের মতো অবরুদ্ধ জাবির ভারপ্রাপ্ত উপাচার্য

২০১৩ নভেম্বর ২২ ১৫:১১:১৬
তৃতীয় দিনের মতো অবরুদ্ধ জাবির ভারপ্রাপ্ত উপাচার্য

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এমএ মতিন ও উপ-উপাচার্য অধ্যাপক আফসার আহমদ তৃতীয় দিনের মতো অবরুদ্ধ হয়ে আছেন। এদিকে বৃহস্পতিবার থেকে শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম ধর্মঘট পালন করছে।

উপাচার্যের পদত্যাগ, উপাচার্য প্যানেল নির্বাচন ও সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন বাতিলের দাবিতে বুধবার দুপুর সাড়ে ১২টায় ভারপ্রাপ্ত উপাচার্য ও উপ-উপাচার্যকে অবরুদ্ধ করেন আন্দোলনরত শিক্ষকরা। এদিকে পূর্বঘোষণা অনুসারে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সর্বাত্মক ধর্মঘট পালন করছেন তারা।

দাবি না মানা পর্যন্ত তাদের অবরুদ্ধ করে রাখা হবে বলে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহছান দিরিপোর্টকে জানান।

ক্লাস পরীক্ষা ও পরিবহন ধর্মঘটের আওতামুক্ত রেখে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক ধর্মঘট পালন করবে ঐক্য ফোরাম।

(দিরিপোর্ট/এএস/এমডি/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর