thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

‘২৪ অক্টোবরের পর মানুষ আপনাদের ধাওয়া করবে’

২০১৩ অক্টোবর ১২ ১৪:১৯:২০
‘২৪ অক্টোবরের পর মানুষ আপনাদের ধাওয়া করবে’
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিরোধীদলকে উদ্দেশ্য করে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ২৪ অক্টোবরের পর আপনারা কোথাও যেতে পারবেন না। মানুষ আপনাদের ধাওয়া করবে।

রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে শনিবার সকালে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘বিএনপি-জামায়াত-হেফাজতের ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং শেখ হাসিনা সরকারের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচন কেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গঠনের সমালোচনা করে কামরুল বলেন, ‘খালি কলসি বাজে বেশি। কী হবে? ২৪ অক্টোবরের পর কিছুই হবে না।’

তিনি বলেন, ‘২৪ অক্টোবরের পর প্রধানমন্ত্রী থাকবেন, মন্ত্রিপরিষদ থাকবে। নির্বাচনের সিডিউল ঘোষণার পর নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।’

আইন প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি মনে করেছে ২৪ অক্টোবরের হুমকি-ধামকিতে সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার হবে, আওয়ামী লীগ গর্তে ঢুকে যাবে। কিন্তু আওয়ামী লীগ রাজপথে আছে, ২৪ অক্টোবরের পরও থাকবে। সন্ত্রাসী কর্মকাণ্ড করলে আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

জনগণকে সঙ্গে নিয়ে বিরোধীদলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে উল্লেখ করে কামরুল বলেন, ‘আপনাদের মুরোদ আমাদের জানা আছে। রাজনীতি করলে রাজনীতি করেন। সন্ত্রাসী কর্মকাণ্ড করলে এর পরিণতি ভালো হবে না।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘সরকারের বিরোধিতার নামে বিএনপি-জামায়াত-হেফাজত দেশের সাধারণ মানুষের সঙ্গে শত্রুতা শুরু করেছে। মানুষ তত্ত্বাবধায়ক সরকার বোঝে না। বোঝে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।’

সংবিধানের বাইরে কিছু করার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছিলাম। কিন্তু তারা আলোচনার পথে বিশ্বাসী নয়। তারা সন্ত্রাসের পথে বিশ্বাসী।’

আইন প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচন হবে, সঠিক সময়েই তা হবে এবং সকলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হবে। আওয়ামী লীগ এককভাবে কোন নির্বাচন করবে না। আমরা এখনও বিশ্বাস করি, সেই নির্বাচনে আপনারাও শেষ সময়ে অংশগ্রহণ করবেন। আর অংশ না নিলে আপনাদের অস্তিত্ব সঙ্কটে পড়বে। আপনাদের নেতাকর্মীরাও নির্বাচন চায়।’

তিনি বিএনপি-জামায়াত-হেফাজতকে স্বাধীনতাবিরোধী শক্তি উল্লেখ করে সকলকে এ শক্তি প্রতিরোধের আহবান জানান।

সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব এম আব্দুল কাদের খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী।

(দিরিপোর্ট২৪/এ/এমএআর/জেএম/অক্টোবর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর