thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

টিকফা চুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

২০১৩ নভেম্বর ২৪ ১৬:৫৩:৪৪
টিকফা চুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে প্রস্তাবিত টিকফা চুক্তির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, আমেরিকার সঙ্গে টিকফা চুক্তির মাধ্যমে সরকার দেশের অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করার চেষ্টা করছে। টিকফা চুক্তি রাজনৈতিক, অর্থনৈতিকসহ সকল ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন পরিপন্থী।

সমাবেশে ছাত্রমৈত্রীর সভাপতি আব্দুর রউফ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত মল্লিক, ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমরান হাবিব রুম্মন, সহ-সভাপতি কল্যাণ দত্ত, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক জিলাণী শুভ, ছাত্র ফেডারেশনের ঢাবি সভাপতি সামিয়া রহমান, দফতর সম্পাদক উম্মে হাবিবা বেনজিরসহ প্রগতিশীল ছাত্রসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশের আগে প্রগতিশীল সকল ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

(দিরিপোর্ট/জেএইচ/এসবি/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর