thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

‘রঙমিস্ত্রী’র মোড়ক উন্মোচন

২০১৩ নভেম্বর ২৪ ১৯:৩৬:৫৪
‘রঙমিস্ত্রী’র মোড়ক উন্মোচন

দিরিপোর্ট ডেস্ক : শিল্পী রাজিব আহমেদ রাজু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খুবই জনপ্রিয় মুখ। ছাত্র জীবন শেষ করেছেন বছর কয়েক আগে। কিন্তু ‘ছোট পাখি’র মতো তার কিছু গান এখনো ক্যাম্পাসে মুখে মুখে ফেরে। প্রধান ভোকাল হয়ে তিনি গঠন করেছেন গানের দল ‘সহজিয়া’। এবার প্রকাশিত হতে যাচ্ছে তাদের প্রথম অ্যালবাম ‘রঙমিস্ত্রী’।

‘সহজিয়া’র প্রথম অ্যালবাম ‘রঙমিস্ত্রী’র প্রকাশনা উৎসব আয়োজন করা হয়েছে ২৫ নভেম্বর বিকেল ৫টায়। চারুকলা বকুলতলায়।

অ্যালবামটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করবেন কবি ও গায়ক কফিল আহমেদ। সহজিয়া তাদের প্রথম অ্যালবামটি কফিল আহমেদকেই উৎসর্গ করেছে।

শনিবার ‘সহজিয়া’র পক্ষ থেকে আহমেদ মুনীরুদ্দিন তপু ও বাকী বিল্লাহ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশনা উৎসব সম্পর্কে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবে অ্যালবামের গানগুলোর সঙ্গে নিজেদের নতুন-পুরনো অন্যান্য গানও গাইবে সহজিয়া। আরো গান গাইবেন কফিল আহমেদ ও গানের দল ‘চিৎকার’। এছাড়া ‘সহজিয়া’র গান ও ‘রঙমিস্ত্রী’ নিয়ে কথা বলবেন সহজিয়া’র কয়েকজন বন্ধু।

অ্যালবামের ৯টি গানের সবকটিরই কথা ও সুর করেছেন সহজিয়া’র ভোকাল রাজীব আহমেদ রাজু।

গানের দলটির লাইন আপে আছেন- গিটারে আলভী, সৌম ও সজীব, বেইজ গিটারে জাফরী আর ড্রামসে রাব্বি।

অ্যালবামটির রেকর্ডিং হয়েছে স্টুডিও সাউন্ড মেশিনে। সাউন্ড মিক্স ও মাস্টার করেছেন তাপস। এছাড়া সেশন প্রোডিউসার ছিলেন লালন ব্যান্ডের থিন হান মং তিতি।

(দিরিপোর্ট/ডব্লিউএস/এমডি/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর