thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

সবচেয়ে দামি ব্র্যান্ড এ্যাপল

২০১৩ নভেম্বর ২৭ ০৪:০৮:২৫
সবচেয়ে দামি ব্র্যান্ড এ্যাপল

দ্য রিপোর্ট ডেস্ক : বিখ্যাত সাময়িকী ফোর্বসের তালিকায় পৃথিবীর সবচেয়ে দামি ব্য্যান্ড হিসেবে উঠে এসেছে এ্যাপলের নাম। এর পেছনে রয়েছে মাইক্রোসফট, কোকা-কোলা, আইবিএম ও গুগল। এ্যাপলের বর্তমান মূল্যমান ১০৪.৩ বিলিয়ন ডলার। যা কাছাকাছি থাকা মাইক্রোসফটের প্রায় দ্বিগুণ। মাইক্রোসফটের মূল্যমান বর্তমানে ৫৬.৭ বিলিয়ন ডলার।

ব্র্যান্ড বিষয়ে ফোর্বসের সর্বশেষে এই জরিপে জানা যায়, এ্যাপলের সাথে প্রতিযোগিতায় থাকা তিন বছর ধরে মাইক্রোসফটের অবস্থা ক্রমশ নিম্নগামী। তাই তারা পিসি থেকে বেশি মনোযোগ দিচ্ছে মোবাইলের দিকে।

তালিকার তৃতীয় স্থানে থাকা কোকা-কোলার মূল্যমান ৫৪.৯ বিলিয়ন ডলার, আইবিএম ৫০.৭ বিলিয়ন ডলার ও গুগল ৪৭.৩ বিলিয়ন ডলার।

এছাড়া তালিকায় আরো রয়েছে ম্যাকডোনাল্ড, জেনারেল ইলেকট্রনিকস, ইন্টেল, স্যামস্যাং ও লুই ভুইটন।

ফোর্বসের এই তালিকায় স্থান পেয়েছে একশটি ব্র্যান্ড। তার মধ্যে পঞ্চাশটির বেশি যুক্তরাষ্ট্রের কোম্পানি। এর বাইরে রয়েছে জার্মানির নয়টি, ফ্রান্সের আটটি ও জাপানের সাতটি ব্র্যান্ড। কোনো ভারতীয় কোম্পানি এই তালিকায় স্থান পায়নি।

এই তালিকায় সবচেয়ে বেশি স্থান পেয়েছে প্রযুক্তিভিত্তিক ব্র্যান্ড। যার সংখ্যা ১৯। এর মধ্যে ছয়টি স্থান পেয়েছে শীর্ষে দশে। ১০০টি ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে প্রবৃদ্ধি অর্জন করেছে স্যামস্যাং। যা আগের বছরের চেয়ে ৫৩ ভাগ বেশি।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর