thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

শেবাগের বিদায় ঘণ্টা

২০১৩ নভেম্বর ২৭ ১৩:১৮:৪৯
শেবাগের বিদায় ঘণ্টা

দ্য রিপোর্ট ডেস্ক : সর্বশেষ বিসিসিআইয়ের চুক্তির তালিকা থেকে বাদ পড়লেন কিছুদিন আগেও ভারতের নির্ভরযোগ্য ওপেনার হিসেবে দলে থাকা ভিরেন্দ্র শেবাগ।

২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক হওয়ার পর থেকে দীর্ঘ ১২ বছর ভারতের হয়ে খেলেছেন। বাজে পারফরম্যান্সের কারণে গত মার্চ থেকে দলে নেই এই ডানহাতি ব্যাটসম্যান।

শেবাগ ১০৪টি টেস্ট এবং ২৫১টি ওয়ানডে খেলেছেন। টেস্টে দুইটি ট্রিপল ও একটি ডাবল সেঞ্চুরি আছে এই ডানহাতি ব্যাটসম্যানের।

এদিকে চলতি রঞ্জি ট্রফিতেও ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতায় আছেন শেবাগ। তার সর্বোচ্চ রান মুম্বাইয়ের বিপক্ষে ৩৫।

এই যখন শেবাগের অবস্থা তখন ভারত দল আছে বৃহস্পতির তুঙ্গে। কোহলি, রায়নার মত ক্রিকেটাররা এখন দলে অপরিহার‌্য হয়ে উঠেছেন। নির্বাচকরাও তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দিচ্ছেন।

সর্বশেষ শেবাগের আরেক সতীর্থ গৌতম গম্ভীরও বিসিসিআইয়ের চুক্তিতে ‘এ’ গ্রেড থেকে ‘বি’ গ্রেডে নেমে এসেছেন।

(দিরিপোর্ট/এমআই/জেএম/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর