thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১০ ফাল্গুন ১৪২৫,  ১৬ জমাদিউস সানি ১৪৪০

বাউল করিম শাহ আর নেই

২০১৪ জুন ১০ ১০:৫৭:৩৯ ২০১৪ জুন ১০ ১২:৩৫:০০
বাউল করিম শাহ আর নেই

কুষ্টিয়া প্রতিনিধি : মরমী সাধক ফকির লালন শাহের অন্যতম অনুসারী একুশে পদক পাওয়া বাউলশিল্পী আব্দুল করিম শাহ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শহরতলীর চোড়হাঁসের নিজবাড়িতে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তার মৃত্যুতে লালন ভক্ত-অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ২০১১ সালে একুশে পদকপ্রাপ্ত বাউল আব্দুল করিম শাহ লালনের গান ও ভাবদর্শনের প্রতি অনুরাগী ছিলেন।

কুষ্টিয়ার চৌড়হাঁস ঈদগাহ গোরস্তান মাঠে মঙ্গলবার দুপুর ১টায় মরহুমের জানাজা শেষে গ্রামের বাড়ি পোড়াদহ কামারপাড়ায় দাফন করা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।

আব্দুল করিম শাহর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ এবং জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।

(দ্য রিপোর্ট/এফএপি/এইচএইচ/শাহ/জুন ১০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর