thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে উল্লেখযোগ্য পরিমাণে

২০১৩ নভেম্বর ২৮ ১৫:১১:১৭
সূচকের পাশাপাশি লেনদেন কমেছে উল্লেখযোগ্য পরিমাণে

দ্য রিপোর্ট প্রতিবেদক: সূচকের পাশাপাশি বৃহস্পতিবার উল্লেখযোগ্য পরিমানে লেনদেন কমেছে দেশের উভয় পুঁজিবাজারে। মাত্র দুই কার্যদিবসের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন অর্ধেকে নেমে এসেছে।

বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪২৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর। এদিন মোট ৩৬৬ কোটি ৫১ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের দিন বুধবার লেনদেন হয় ৫৮০ কোটি ৩০ লাখ ৮ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ বৃহস্পতিবার লেনদেন কমেছে ২১৩ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার টাকা। এর আগে মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৭২৬ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ-১০ কোম্পানির তালিকায় প্রথমস্থান দখল করেছে সিরামিক খাতের স্টান্ডার্ড সিরামিক। এদিন এ শেয়ারের দর বেড়েছে ৬.০৪ শতাংশ। তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে যথাক্রমে-জুন স্পিনার্স (৫.৯৭ শতাংশ), পপুলার লাইফ ইন্স্যুরেন্স (৫.৮৪ শতাংশ), লিগ্যাসি ফুডওয়্যার (৫.৪৫ শতাংশ), লিবরা ইনফিউশন (৪.৫৫ শতাংশ) জিপিএইচ ইস্পাত (৪.৩১ শতাংশ), গ্রিন ডেল্টা ইন্স্যরেন্স (৪.০৪ শতাংশ), দেশ গার্মেন্টস (৩.৯০ শতাংশ), জেমিনি সী ফুড (৩.২৯ শতাংশ), জেএমআই সিরিঞ্জ (২.৮১ শতাংশ)।

বৃহস্পতিবার অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ১০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮২৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৩৭ লাখ। বুধবার সিএসইতে লেনদেন হয়েছিল ৬১ কোটি ৫২ লাখ টাকা। অর্থাৎ বৃহস্পতিবার সিএসইতে লেনদেন কমেছে ১৩ কোটি ১৫ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/এইচকে/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর