thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

পরীক্ষা নিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা

২০১৩ নভেম্বর ২৮ ১৫:০৬:২৩
পরীক্ষা নিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচির কারণে চলমান প্রাথমিক শিক্ষা সমাপনী ও বার্ষিক পরীক্ষা নিয়ে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

অবরোধের কারণে বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠেয় প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা পেছানো হয়েছে। বুধবারের পরীক্ষা শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে আর বৃহস্পতিবারের পরীক্ষা শনিবার সকাল ১১টা থেকে অনুষ্ঠিত হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ পরীক্ষায় ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

বিএফ শাহিন স্কুলের অভিভাবক মো. আল আমিন দ্য রিপোর্টকে জানান, ‘আমার মেয়ে এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিচ্ছে। ছয়টার মধ্যে চারটা পরীক্ষা হয়ে গেছে। আর দুইটা পরীক্ষা শেষ হলে মেয়েটা একটু অবসর পেত, আর আমাদের পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা ও ভোগান্তি পোহাতে হতো না। কিন্তু রাজনীতিবিদদের কারণে ছোট ছেলে-মেয়েদেরও ভোগান্তি পোহাতে হয়। এখন দেখা যাক শুক্রবার ও শনিবারের পরীক্ষাগুলো হয় কি-না, না আবার পেছায়।’

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব স্কুলে বার্ষিক পরীক্ষা শেষ করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ফলে ইতোমধ্যে বিভিন্ন স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে।

রাজধানীর বিভিন্ন স্কুল সূত্রে জানা যায়, অবরোধের প্রথম দিন বার্ষিক পরীক্ষা নেওয়া সম্ভব না হলেও পরবর্তীতে বিভিন্ন স্কুলে পরীক্ষা নেওয়া হয়েছে।

ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের অভিভাবক মো: বাদশা মিয়া দ্য রিপোর্টকে জানান, ‘আমার ছেলে শান্ত ক্লাস সিক্সের বার্ষিক পরীক্ষা দিচ্ছে। মঙ্গলবারে ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে এসে শুনি পরীক্ষা হবে না। আগুন-ককটেল আতঙ্কের মধ্যে ছেলেকে নিয়ে রাস্তায় বের হতে ভয় হয়।’

তেজগাঁও সরকারি স্কুলের এক অভিভাবক মো. রহমান দ্য রিপোর্টকে বলেন, ‘অবরোধে যানবাহন কম থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়। তারপরও ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে আসতে হয়েছে। এভাবে হরতাল-অবরোধে ছেলে-মেয়েদের পড়াশুনায় যে কত ক্ষতি হয় তা আমাদের রাজনীতিবিদরা ভেবেও দেখেন না।’

ধানমন্ডি গভর্নমেন্ট বয়েস স্কুলের শিক্ষার্থী রাফসান বলেন, ‘বারবার পরীক্ষা পেছালে আমাদের পড়াশুনার মনযোগ নষ্ট হয় এবং পরীক্ষা ভালো হয় না। অবরোধের মধ্যে রাস্তায় বরে হতেও ভয় করে।’

এ প্রসঙ্গে ইউনিভার্সিটি ল্যাবরোটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান দ্য রিপোর্টকে বলেন, ‘হরতাল-অবরোধের কারণে শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে। আরো দু’টি পরীক্ষা নেওয়া বাকি আছে। রাজনীতিকরা যতই বলুক হরতাল আর অবরোধ এক নয়, তারপরও অবরোধের সময় অভিভাকরা তাদের সন্তানদের নিয়ে কোন ঝুঁকি নিতে চান না। এটাই স্বাভাবিক। কেননা একজন শিক্ষার্থীর কিছু হলে এর দায়ভার কে নেবে। আর রাজনীতিবিদদের কথা বলে লাভ নেই। উনাদের শিক্ষার্থীদের কথা ভাবার সময় কই?’

(দ্য রিপোর্ট/এসআর/এসবি/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর