thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

মুখ খুললেন গাভাস্কার

২০১৩ নভেম্বর ৩০ ১৬:৪১:০০
মুখ খুললেন গাভাস্কার

দ্য রিপোর্ট ডেস্ক: অ্যাশেজে স্লেজিং বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন ভারতের সাবেক খেলোয়াড় সুনীল গাভাস্কার। স্লেজিংয়ের বিষয়ে কঠিন নিয়ম তৈরির দাবি করেছেন সাবেক এই অধিনায়ক।

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, ‘স্লেজিং খেলার মাঠের একটি অংশ। তবে এর একটি সীমা আছে। যদি কোনো খেলোয়াড় এই সীমা অতিক্রম করে। তবে তার জন্য জরিমানা কিংবা বহিষ্কার করার নিয়ম রাখা উচিত।’

গাভাস্কার আরো বলেছেন, ‘আম্পায়ার ও ম্যাচ রেফারির উচিত হবে খেলোয়াড়দের কটাক্ষপূর্ণ কথাবার্তা নিয়ন্ত্রণ করা। তারা যখন সঠিক ও ভূল ধরতে পারবে তখন একটি সিদ্ধান্ত নিতে পারবে।’

অ্যাশেজের এই বিতর্ক নিয়ে তিনি বলেছেন, ‘এই বিতর্ক চলতে থাকলে ক্রিকেট মাঠ থেকে মনোযোগ দূরে সরে যাবে। তখন ওয়ার্নার কত রান করলো কিংবা জনসন কতো উইকেট পেলো এই বিষয়ে কারো মনোযোগ থাকবে না। নেতিবাচক সংবাদগুলো শিরোনাম হবে। আর সেগুলো ক্রিকেটের জন্য মঙ্গলজনক হবে না।’

(দ্য রিপোর্ট/এমআই/সিজি/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর