thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

নির্বাচনী লড়াইয়ে আওয়ামী লীগের ১৯ নারী

২০১৩ ডিসেম্বর ০১ ০০:১০:৩৬
নির্বাচনী লড়াইয়ে আওয়ামী লীগের ১৯ নারী

দ্য রিপোর্ট ডেস্ক : দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সরাসরি লড়বেন ১৯ নারী প্রার্থী। শুক্রবার আওয়ামী লীগ ২৯৭ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২টি আসনে আর ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৮ আসনে। তবে নবম সংসদের চার নারী সদস্য বাদ পড়েছেন।

কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সুলতানা তরুণের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন এক সময়ের বহিষ্কৃত নেতা আবদুর রউফ। বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুন নাহারের আসন থেকে নির্বাচন করবেন তার স্বামী তালুকদার আব্দুল খালেক। এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অভিনেত্রী সারাহ বেগম কবরীর আসনে মনোনয়ন পেয়েছেন শামীম ওসমান। ফরিদপুর-৪ আসনের সাংসদ নিলুফার জাফরউল্লাহর স্থানে নির্বাচন করবেন তার স্বামী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।

সরাসরি মনোনয়নপ্রাপ্তরা হলেন : রংপুর-৬ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গাইবান্ধা-২ মাহাবুব আরা বেগম গিনি, কুড়িগ্রাম-৩ মতি শিউলি, যশোর-৬ ইসমত আরা সাদেক, খুলনা-৩ বেগম মুন্নুজান সুফিয়ান, শেরপুর-২ বেগম মতিয়া চৌধুরী, নেত্রকোনা-৪ আসনে রেবেকা মমিন, মানিকগঞ্জ-২ মমতাজ বেগম, মুন্সীগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিন এমিলি, ঢাকা-৪ অ্যাডভোকেট সানজিদা খানম, ঢাকা-১৮ সাহারা খাতুন, গাজীপুর-৪ বেগম সিমিন হোসেন (রিমি), গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি, ফরিদপুর-২ সৈয়দা সাজেদা চৌধুরী, গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা, ব্রাহ্মণবাড়িয়া-২ উম্মে ফাতেমা নাজমা বেগম, চাঁদপুর-৩ ডা. দীপু মনি, চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার ও কক্সবাজার-৩ আসনে কানিজ ফাতেমা আহমেদ।

এদের মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি আসন থেকে নির্বাচন করছেন। ২০০৮ সালে নির্বাচিত হয়ে ১৬ জন নারী সাংসদ সংসদে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছেন। এছাড়া সংরক্ষিত আসনে ৪৫ জন নারী সংসদ সদস্য রয়েছেন।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এইচএসএম/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

নারী এর সর্বশেষ খবর

নারী - এর সব খবর