thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

ঢাকা-চট্টগ্রাম লিংক রোডে ককটেল বিস্ফোরণ, সংঘর্ষ

২০১৩ ডিসেম্বর ০১ ০৮:০৩:৫৮
ঢাকা-চট্টগ্রাম লিংক রোডে ককটেল বিস্ফোরণ, সংঘর্ষ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ঢাকা-চট্টগ্রাম লিংক রোডে রবিবার সকাল ৬টা ৫০ মিনিটে অবরোধের সমর্থনে ব্যানার নিয়ে মিছিল বের করে জামায়াত-শিবিরকর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে জামায়াত কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অবরোধের সমর্থনে প্রায় ৫০-৬০ জন জাময়াত-শিবিরকর্মী মিছিল বের করে। এ সময় তারা গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। এক পর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় জামায়াতকর্মীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

স্থানীয় সূত্রে আরও জানায়, আওয়ামী লীগ কর্মীরা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে জামায়াতকর্মীদের বাধা দিতে মাঠে নামে। এ সময় সংঘর্ষে দুজন আহত হয়।

এদিকে সকাল সাড়ে ৬টায় রাজধানীর ধনিয়ায় জামায়াত অবরোধের সপক্ষে মিছিল বের করে। এ সময় কোনো ধরনের নাশকতার খবর পাওয়া যায়নি। পুলিশ আসার আগেই অবরোধকারীরা স্থান ত্যাগ করে।

(দ্য রিপোর্ট/ডি/এসকে/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর