thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

‘বিরোধীদলীয় নেতা গণহত্যা শুরু করেছেন’

২০১৩ ডিসেম্বর ০১ ১৪:১৮:৩২
‘বিরোধীদলীয় নেতা গণহত্যা শুরু করেছেন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরোধীদলীয় নেতা একাত্তরের মতো গণহত্যা শুরু করেছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অবরোধকারীদের আগুনে দগ্ধদের দেখতে রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী। পরিদর্শন শেষে বেরিয়ে যাওয়া সময় সাংবাদিকদের তিনি একথা বলেন।

বিরোধীদলীয় নেতার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জীবন নিয়ে ‘ছিনিমিনি’ খেলা বন্ধ করুন। আপনারা যা করছেন এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড।

সাংবাদিকদের তিনি বলেন, জীবনে কখনো আমি এমন বীভৎসতা দেখিনি। এই কর্মকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াত জোট জড়িত।

প্রধানমন্ত্রী বিকেল তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন এবং সাড়ে তিনটায় বেরিয়ে যান। এসময় তিনি চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

(দ্য রিপোর্ট/এসআর/এপি/জেএম/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর