thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

২৮৪ রানে গুটিয়ে গেল টাইগাররা

২০১৩ অক্টোবর ২২ ১০:৪১:৩২ ০০০০ 00 ০০ ০০:০০:০০
২৮৪ রানে গুটিয়ে গেল টাইগাররা
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন প্রথম সেশনেই ২৮৪ রানে টাইগারদের অলআউট করেছে কিইউরা।

আবদুর রাজ্জাককে বোল্ড করে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন স্পিনার ইশ সোধি।

এর আগে রুবেল হোসেনকে উইকেটরক্ষক বিজে ওয়াটলিংয়ের ক্যাচে পরিণত করে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছেন নিল ওয়াগনার।

ঢাকা টেস্টের প্রথম দিনের শেষ সেশনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় মঙ্গলবার আধ ঘণ্টা আগে সকাল ৯টায় খেলা শুরু হয়।

প্রথমদিন আক্রমণাত্মক খেলে উইকেট বিলিয়ে দেওয়া বাংলাদেশ দিনের শুরুতে টেস্ট মেজাজে ফেরে। বেশ সতর্ক ছিলেন মুশফিক ও নাসির।

কিন্তু নিল ওয়াগনারের অফস্ট্যাম্পের অনেক বাইরের একটি বলে ড্রাইভ করতে গিয়ে গালিতে ফুলটনের হাতে ধরা পড়েন মুশফিক (১৮)।

অধিনায়কের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি নাসির (১৯)। লেগস্পিনার ইশ সোধির ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে স্লিপে রস টেইলরের হাতে ধরা পড়েন তিনি।

ব্রুস মার্টিনের বদলে এই টেস্টেই দলে ফেরা ওয়াগনারের চতুর্থ শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন সোহাগ। ওয়াগনারের বলে একটি করে ছক্কা ও চার হাঁকালেও গালিতে কেন উইলিয়ামসনের ক্যাচে পরিণত হয়ে হতাশা নিয়েই মাঠ ছাড়েন তিনি।

নয় টেস্টের ছোট্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ওয়াগনারকে। পরের ওভারে ফিরে রুবেলকে ওয়াটলিংয়ের ক্যাচে পরিণত করেন তিনি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে ২২৮ রান নিয়ে মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান মার্শাল আইয়ুব জানিয়েছিলেন, অন্তত চারশ রান করার লক্ষ্য তাদের।

আর নিউজিল্যান্ডের হয়ে ৫০তম টেস্ট খেলতে নামা রস টেইলর জানান, যত দ্রুত সম্ভব বাংলাদেশকে অলআউট করতে চান তারা।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর