thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

ছাত্রলীগের হাতে লাঞ্ছিত শ্যামনগর ইউএনও

২০১৩ ডিসেম্বর ০১ ১৫:২৬:২১
ছাত্রলীগের হাতে লাঞ্ছিত শ্যামনগর ইউএনও

সাতক্ষীরা সংবাদদাতা : অবরোধ সরাতে ফোর্স না পাঠানোর অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তবিবুর রহমানের অফিস ভাঙচুর করেছে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। এ সময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

অবরোধে শ্যামনগর উপজেলা সদরের সঙ্গে ১২টি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রবিবার দুপুরে শ্যামনগর-মুন্সীগঞ্জ সড়কে অবরোধ সরিয়ে নেওয়ার জন্য ফোর্স পাঠাতে যুবলীগ নেতা আব্দুস সাত্তার শ্যামনগর নির্বাহী কর্মকর্তাকে ফোন করেন।

কিন্তু তাৎক্ষনিক ফোর্স না পাঠানোয় আব্দুস সাত্তারের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের জানালা-দরজা ভাঙচুর করে। এ সময় তারা নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিত করে।

নির্বাহী কর্মকর্তা তবিবুর রহমান বিষয়টি স্বীকার করে বলেন, তার সঙ্গে খারাপ আচরণ ও অফিস ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। তারা যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে।

(দ্য রিপোর্ট/এমআর/এএস/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর