thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ৯ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

ঢাবি ছাত্রকে মারধর করার অভিযোগ

২০১৩ ডিসেম্বর ০১ ১৭:১১:৫৬
ঢাবি ছাত্রকে মারধর করার অভিযোগ

ঢাবি প্রতিবেদক : হল কমিটির পদ না নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার সকালে হলের ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থীর নাম তৌফিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। জিয়া হলের ৩২৫ নম্বর রুমে থাকেন তিনি।

আহত তৌফিকুল ইসলাম জানান, ছাত্রলীগের হল কমিটির পদ দেওয়ার প্রস্তাব দেন হলের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স । কিন্তু পদ নিতে অস্বীকৃতি জানালে তিনি আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। এর জেরে তুচ্ছ বিষয় নিয়ে ছাত্রলীগের কর্মীরা তার উপর হামলা করে বলে দাবি করেন তিনি।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি অস্বীকার করে মোতাহের হোসেন প্রিন্স জানান, হলে কোন ঝামেলা, মারামারি বা কোন কিছুই ঘটেনি। তবে হলের এক ছাত্রকে ক্যান্টিন বয়রা মারধর করেছে বলে শুনেছি।

এ বিষয়ে হলে প্রভোস্ট অধ্যাপক ড. আ ব ম ফারুক জানান, সামান্য বিষয় নিয়ে এক ছাত্রকে মারধর করেছে ছাত্রলীগের নেতারা। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি ।

(দ্য রিপোর্ট/জেএইচ/এসবি/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর