thereport24.com
ঢাকা, সোমবার, ২১ জানুয়ারি ২০১৯, ৮ মাঘ ১৪২৫,  ১৪ জমাদিউল আউয়াল ১৪৪০

ফাইনাল ফাইনালের মতোই হয়েছে

২০১৪ জুলাই ১৪ ০৮:২৮:৩৩
ফাইনাল ফাইনালের মতোই হয়েছে

জার্মানি ভালো ফুটবল খেলেছে, ভালো খেলেছে আর্জেন্টিনাও। বিশ্বকাপের ২০তম আসরের ফাইনালটা ফাইনালের মতোই হয়েছে। তবে কষ্ট লেগেছে আর্জেন্টিনার জন্য। গঞ্জালো হিগুয়েন ওপেন নেট মিস করেছেন। তা না হলে ম্যাচের রেজাল্টটা অন্যরকম হতে পারত।

ভাবতে পারিনি আর্জেন্টিনা এত ভালো খেলবে। জার্মানির বিপক্ষে লড়াকু এক আর্জেন্টিনাকে রবিবার রাতে দেখেছি আমি। তাই কষ্টটা বেশি হচ্ছে। সবাই যখন ধরেই নিয়েছে ম্যাচ টাইব্রেকারে গড়াচ্ছে তখনই জার্মানির বদলি খেলোয়াড় মারিও গোতসের গোলে চিত্রনাট্য বদলে গেছে। চতুর্থবারের মতো শিরোপা ঘরে তুলেছে জার্মানি। আর্জেন্টিনাকে রানার্সআপ শিরোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। শুধু মেসি নয়, এ ম্যাচে আর্জেন্টিনাকে একটা টিম হিসেবে খেলতে দেখেছি। জার্মানিও ভালো খেলেছে- এটা বলার অপেক্ষা রাখে না। কোয়ার্টার ফাইনাল থেকেই ভালো খেলেছে আর্জেন্টিনা।

এবার গোল্ডেন বল পেয়েছে লিওনেল মেসি। এটা মেসিরই প্রাপ্য ছিল। মেসির তুলনা শুধু মেসিই। প্রথমদিকে একাই দলটাকে টেনেছেন। ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন মারিও গোতসে। এটা তার যোগ্য পুরস্কার। কেননা তার গোলেই আজ বিজয়ের হাসি হাসছে জার্মান। গোল্ডেন গ্লাভস পেয়েছেন ম্যানুয়েল নয়্যার। এবার গোল্ডেন গ্লাভস পাওয়ার দাবিদার ছিলেন অনেকেই। বিশেষ করে নটআউট পর্বের প্রতিটা গোলরক্ষকই ভাল খেলেছে। চ্যাম্পিয়ন দল বলেই এই পুরস্কারটা ওঠেছে ম্যানুয়েল নয়্যারের হাতে।

গোল্ডেন বুট পেয়েছেন হামেস রুদ্রিগেজ। আমি ওর কথাই ভাবছিলাম। ধরে নিয়েছিলাম এবার গোল্ডেন বুট রুদ্রিগেজই পাবে। কলম্বিয়ান ২৩ বছর বয়সী এ ফুটবলার অনেক দূর যাবে। রুদ্রিগেজ করেছেন ৬ গোল। ফাইনালে অবশ্য তাকে পেছনে ফেলার সুযোগ ছিল জার্মানির থমাস মুলার কিংবা আর্জেন্টিনার অধিনায়ক মেসির। মুলারের তো ৫টা গোল ছিল। মেসির ছিল ৪টা। ৫টি গোল করেই গতবার গোল্ডেন বল পেয়েছিলেন মুলার।

(দ্য রিপোর্ট/বিভি/ওআইসি/সিজি/শাহ/জুলাই ৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

তারকা কলাম এর সর্বশেষ খবর

তারকা কলাম - এর সব খবর