thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

লেবাননে সংঘর্ষে নিহত ১০

২০১৩ ডিসেম্বর ০২ ১০:১১:২৭
লেবাননে সংঘর্ষে নিহত ১০

দ্য রিপোর্ট ডেস্ক : লেবাননের উত্তরাঞ্চলে গত দুইদিনের বন্দুকযুদ্ধে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। বন্দর নগরী ত্রিপোলিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর ১১ জনসহ ৪৯ জন আহত হয়েছে। খবর বিবিসির।

এক সপ্তাহ আগে আলাওয়াইত সম্প্রদায়ের এক ব্যক্তি প্রেসিডেন্ট আসাদের সমর্থনে সিরিয়ার পতাকা উত্তোলন করে। আর এরপর থে্কেই ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এ ঘটনার জবাবে পার্শ্ববর্তী বাব আল-তাব্বানার অধিবাসীরা সিরিয়ার বিদ্রোহীদের সমর্থনে পতাকা উত্তোজন করে।

তবে ওই এলাকায় শনিবারই প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন সংঘর্ষে ছয় জন নিহত হয়। পরদিন রবিবার স্নাইপারের নিশানায় কমপক্ষে চার জন নিহত হয়। নিহতদের মধ্যে একজন সেনাসদস্যও ছিলেন।

এদিকে রবিবার রাতে সংঘর্ষের মাত্রা বৃদ্ধি পায়। দেশটির সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, সোমবার ওই এলাকার স্কুলগুলো বন্ধ থাকবে।

লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার থেকেই ওই এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং চার জনকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আদসি/জেএম/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর