thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

প্যারামাউন্ট টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

২০১৩ ডিসেম্বর ০২ ১৭:১০:০৬
প্যারামাউন্ট টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্যারামাউন্ট টেক্সটাইল লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার এ কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ১২ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার সুপারিশ করেছেন।

৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানি সচিব মো. নুরুজ্জামান চৌধুরী দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ ডিসেম্বর।

সমাপ্ত অর্থ বছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.২৭ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২০.০৬ টাকা।

ঘোষিত লভ্যাংশ ও কোম্পানির অন্যান্য বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমতির জন্য আগামী ৩০ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহবান করা হয়েছে।

চলতি বছর তালিকাভুক্ত হওয়া প্যারামাউন্ট টেক্সটাইলের মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ৫১ লাখ ২৫ হাজার। এর মধ্যে ৬৪.৭৬ শতাংশ উদ্যোক্তা/পরিচালকদের কাছে, ৩১.৭২ শতাংশ সাধারণ বিনিয়োগকারী ও বাকি ৩.৫২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

(দ্য রিপোর্ট/আরএ/এইচকে/ডিসেম্বর ২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর